কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

[১] করোনার হেল্পলাইনেই প্রেম নিবেদন, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার আর্জি

আমাদের সময় প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০৮:৩৪

লকডাউনের একদম গোড়ার দিকেই জেলার বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য করোনার হেল্পলাইন চালু করেছিল ভারতের পশ্চমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। উদ্দেশ্য ছিল করোনা নিয়ে জেলার বাসিন্দারা কোনও সমস্যায় পড়লে, তাঁদের পাশে দাঁড়ানো। সেই উদ্দেশ্য তাঁদের সফল হয়েছে ঠিকই, তবে সব ক্ষেত্রেই যে কেবল দরকারি ফোন আসছে তা না, অনেক সময়ই নানা অদ্ভূতুড়ে ফোনের দাপটে আতান্তরে পড়তে হচ্ছে জেলা প্রশাসনের কর্তাদের। হেল্পলাইনে ফোন করে বাচ্চা কান্নার শব্দ শোনানো থেকে শুরু করে প্রেম নিবেদন, ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জুড়ে দেওয়ার আবেদন থেকে শুরু করে বাড়ি ভাড়া খুঁজে দেওয়ার মতো কথাও বলছেন অনেকে। আবার কেউ কেউ বাড়িতে রাত পাহারার ব্যবস্থা করার আবদার জানাচ্ছেন তো কারও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, তা মিটিয়ে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও